StudyMamu

নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?

June 30, 2022

নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? 

১৮৭০ খ্রিস্টাব্দের পর ইউরোপের বড় ও শিল্প সমৃদ্ধ জাতিগুলি পূর্ব এশিয়া ও আফ্রিকাতে উপনিবেশ গঠনে অগ্রসর হয়। তাদের এই প্রয়াস নব সাম্রাজ্যবাদ নামে পরিচিত। নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল ভৌমিক অধিকারের বিস্তৃতি নয়, সেই দেশের মানব ও অর্থনৈতিক সম্পদকে নিজ দেশের স্বার্থে ব্যবহার করা। এর ফলে কাঁচামাল সমৃদ্ধ ও সম্ভাব্য বাজার যুক্ত দেশগুলি ইউরোপের উপনিবেশে পরিণত হয়েছিল।

Share Post :

Leave a Comment