StudyMamu

সপ্তদশ শতাব্দীতে ইতালীয় বস্ত্রশিল্পের পতনের পিছনে কারণগুলি কী ছিল

May 8, 2022

 সপ্তদশ শতাব্দীতে ইতালীয় বস্ত্রশিল্পের পতনের পিছনে কারণগুলি কী ছিল? 



> প্তদশ শতাব্দীতে ইতালির বস্ত্রশিল্পের পতনের পিছনে একাধিক কারণ ছিল-


১। ইতালির বস্ত্রশিল্পের মূল আধার ‘কার্সি’ জাতীয় কাপড়, পশমের ‘লিনেন’ প্রভৃতি ইংল্যাও ও ডাচদের পাতলা কাপড়ের তুলনায় দামী ছিল। তাছাড়া ডাচ ও ইংল্যাণ্ডের পোষাকের ডিজাইন ও রঙের বৈচিত্র্য ছিল বেশি। ২। ইতালির গিল্ডগুলি নতুন ধরনের বস্ত্রশিল্পের প্রতি আগ্রহ দেখায়নি। তাঁতিরা গিল্ডে পারিশ্রমিক বেশি পাওয়ায় এতে আগ্রহী হয়নি।


৩। স্পেনের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা ও রাজনৈতিক গোলযোগের কারণে ইতালিতে পশমের সরবরাহ কমে যায়, ৪। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ যুদ্ধবিগ্রহ এবং ফ্রান্সের চড়া শুল্ক নীতির দরুণ রপ্তানির বাজার সংকুচিত হতে থাকে। এইসবের মিলিত কারণে সপ্তদশ শতকের শেষ লগ্নে ইতালি শিল্পপণ্যের রপ্তানিকারকের শিরোপা হারায়।

Share Post :

Leave a Comment