StudyMamu

লর্ডলিনজেন যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়

May 18, 2022

 লর্ডলিনজেন যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?

> ১৬৩৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সুইডেনের প্রোটেস্ট্যান্ট ও জার্মান প্রোটেস্ট্যান্টদের যৌথ বাহিনীর (হেইলব্রোন জোট) সঙ্গে ক্যাথলিকপক্ষীয় পবিত্র রোমান সম্রাটের বাহিনীর (জার্মান, ইতালীয়, স্পেনীয়) যে যুদ্ধ হয় তা লর্ডলিনজেনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে প্রোটেস্ট্যান্টরা পরাজিত হলে দক্ষিণ জার্মানি থেকে সরে আসে। ১৬৩৫ খ্রিস্টাব্দে উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয় প্রাগের সন্ধি।

Share Post :

Leave a Comment