StudyMamu

রিইউনিয়ন চেম্বার কী

May 19, 2022

রিইউনিয়ন চেম্বার কী?

> ১৬৮০ খ্রিস্টাব্দে চতুর্দশ লুই রিইউনিয়ন চেম্বার নামে একটি আদালত প্রতিষ্ঠা করেন। নিমজেন চুক্তি (১৬৭৯ খ্রিস্টাব্দ) এবং এই-লা-শ্যাপেলের চুক্তিতে (১৬৬৮ খ্রিস্টাব্দ) অধিকৃ অঞ্চলগুলিতে ফ্রান্সের সীমান্ত প্রসারিত করা ছিল এই আদালতের কাজ। এই আদালত লাক্সেমবার্গ, স্ট্রাসবুর্গ, সারব্রুকেন, জুইব্রুকেন প্রভৃতি ২০টি শহরকে ফ্রান্সের সামত্তীয় শহর বলে চিহ্নিত করে এবং এই শহরগুলি ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত করে।

Share Post :

Leave a Comment