StudyMamu

রাশিয়ার ইতিহাসে কোন সময়কালকে ‘সংকটের সময়কাল’ বলে চিহ্নিত করা হয়

May 19, 2022

 রাশিয়ার ইতিহাসে কোন সময়কালকে ‘সংকটের সময়কাল’ (Time of Trouble) বলে চিহ্নিত করা হয় ? 

> রুরিক বংশের পতনের পর (১৫৯৮ খ্রিস্টাব্দ) রাশিয়ার সংহতি বিপন্ন হয়ে পড়ে। ১৬১০-১৬১৩ খ্রিস্টাব্দে বৈদেশিক আক্রমণ ও গৃহযুদ্ধের ফলে চরম অরাজকতা দেখা দেয়। ১৬১৩ খ্রিস্টাব্দে রোমানভ বংশের উত্থানের পর এর অবসান ঘটে। এই সময়কালকে রাশিয়ার ইতিহাসে ‘সংকটের সময়কাল’ বা Time of Trouble বলে চিহ্নিত করা হয় 

Share Post :

Leave a Comment