StudyMamu

ব্ল্যাক কোড কী ?

May 19, 2022

 ‘ব্ল্যাক কোড’ (Code Noir) কী?

> চতুর্দশ লুই ১৬৮৫ খ্রিস্টাব্দে উপনিবেশগুলিতে যে আইনসংহিতা প্রণয়ন করেন তা ‘ব্ল্যাক কোড’ (Code Noir) নামে পরিচিত। এর দ্বারা বিবাহ বিচ্ছেদকে স্বীকৃতি দেওয়া হয়। যদিও ক্রীতদাস প্রথা অনুমোদিত হয়, বলা হয় একমাত্র রোমান ক্যাথলিকরাই ক্রীতদাস রাখতে পারবেন।

Share Post :

Leave a Comment