StudyMamu

বৈজ্ঞানিক বিপ্লবের যুগ কাকে বলে

May 20, 2022

বৈজ্ঞানিক বিপ্লবের যুগ কাকে বলে? 


> ষোড়শ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ সময়কালে মানবতা ও বিশ্বপ্রকৃতি সম্পর্কে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটে। সাধারণভাবে বিজ্ঞানের নতুন নতুন চিন্তাধারা ও আবিষ্কারের জন্য এই সময়কালকে ‘বৈজ্ঞানিক বিপ্লবের যুগ’ বলে অভিহিত করা হয়।

Share Post :

Leave a Comment