StudyMamu

পউলেটে (Paulette) কী

May 19, 2022

 পউলেটে (Paulette) কী ?

> ‘লা পউলেটে’ ছিল প্রাক্-বিপ্লব ফ্রান্সে আদায়ীকৃত এক ধরনের রাজকীয় কর। ১৬০৪ খ্রিস্টাব্দে চতুর্থ হেনরির মন্ত্রী ডিউক অফ্ স্যালি এই কর প্রবর্তন করেন। এই কর দ্বারা অভিজাতরা অর্থ প্রদানের মাধ্যমে বংশানুক্রমিকভাবে সরকারি পদ ক্রয় করতে পারতেন।

Share Post :

Leave a Comment