StudyMamu

নব্য রাজতন্ত্র বা New Monarchy (নিউ মনার্কি) বলতে কী বোঝ

May 17, 2022

নব্য রাজতন্ত্র বা  New Monarchy (নিউ মনার্কি) বলতে কী বোঝ?

> পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে এক নতুন ধরনের রাজতন্ত্র বিকাশ লাভ করে। এই রাজতন্ত্রে রাজার ক্ষমতা কিছুটা সীমাবদ্ধ ছিল আইনসভার (নির্বাচিত বা মনোনীত) দ্বারা। এই রাজতন্ত্রে অবশ্য সামন্তপ্রভুদের নিয়ন্ত্রণ না থাকায় তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। ঐতিহাসিক জে. আর. গ্রিন একে ‘New Monarchy’ বা নব্য রাজতন্ত্র বলে অভিহিত করেন। উদাহরণ হিসেবে তিনি ইংল্যাণ্ডে সপ্তম হেনরির দ্বারা প্রতিষ্ঠিত টিউডর রাজতন্ত্রের কথা বললেও একাদশ লুই-র নেতৃত্বে গঠিত ফরাসি রাজতন্ত্র, স্পেনে ফার্দিনান্দ-ইসাবেলার নেতৃত্বে গঠিত রাজতন্ত্রকে নিঝ রাজতন্ত্র’ বলে চিহ্নিত করা যেতে পারে।

Share Post :

Leave a Comment