জন লক কে ছিলেন? তাঁর রচিত তিনটি গ্রন্থের নাম লেখ।
May 20, 2022
জন লক কে ছিলেন? তাঁর রচিত তিনটি গ্রন্থের নাম লেখ।
> ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লবের সমকালীন একজন দার্শনিক ও রাষ্ট্রনীতিবিদ ছিলেন জন লক। তাঁকে ‘ধ্রুপদী উদারবাদের জনক’ বলে চিহ্নিত করা হয়। জন লক রচিত কয়েকটি গ্রন্থ হল—১। ‘লেটার্স কনসার্নিং টলারেশন’ (১৬৯০, ১৬৯২, ১৬৯৩ খ্রিস্টাব্দ), ২। ‘টু ট্রিটাইস অফ সিভিল গভর্নমেন্ট’ (১৬৮৯ খ্রিস্টাব্দ), ৩। ‘অ্যান এসে কনসার্নিং হিউম্যান আণ্ডারস্ট্যান্ডিং’ (১৬৯০ খ্রিস্টাব্দ)।