StudyMamu

কাকে,কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়

May 19, 2022

কাকে, কেন ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় ?

 > পিটার দ্য গ্রেটকে ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয়। পিটার দ্য গ্রেট বাল্টিক ও পারসিক অঞ্চলে রুশ সাম্রাজ্য বিস্তার করেন। তাঁর শাসনকালে একাধিক সংস্কার সাধনের মাধ্যমে রাশিয়া ইউরোপের অন্যতম একটি শক্তি হয়ে ওঠে। এই কারণে পিটার দ্য গ্রেটকে ‘আধুনিক রাশিয়ার জনক’ বলে অভিহিত করা হয়।

Share Post :

Leave a Comment