StudyMamu

এডিক্ট অফ রেস্টিটিউশন কী

May 18, 2022

 ‘এডিক্ট অফ রেস্টিটিউশন’ কী? 

> ১৬২৯ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সম্রাট (জার্মান) ‘এডিক্ট অফ্ রেস্টিটিউশন’ (প্রত্যার্পনের আদেশনামা) জারি করেন। এতে বলা হয়, অগসবার্গের চুক্তির (১৫৪৮ খ্রিস্টাব্দ) পর প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক চার্চের যেসব সম্পত্তি অধিকার করেছিলেন, সেগুলি প্রত্যার্পন করতে হবে।

Share Post :

Leave a Comment