StudyMamu

উষ্ণজল নীতি কী

May 19, 2022

 ‘উষ্ণজল নীতি’ কী?

> পিটার ‘দ্য গ্রেট’ প্রথম উপলব্ধি করেছিলেন জলপথে নির্গমনের জন্য রাশিয়াকে বাল্টিক সাগরের তীরবর্তী অঞ্চল দখল করতে হবে। কারণ এই অঞ্চলেই একমাত্র সারা বছর জল জমাট বাঁধে না। এটি ‘উষ্ণজল নীতি’ নামে পরিচিত। এই নীতি অনুসরণ করে তিনি বাল্টিক অঞ্চলে রুশ সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন।

Share Post :

Leave a Comment