StudyMamu

ইনটেনডেন্ট কাদের বলা হত

May 19, 2022

 ইনটেনডেন্ট কাদের বলা হত?

> পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে ফরাসি শাসকরা প্রদেশের শাসন পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কর্মচারি পদ সৃষ্টি করেন। এরা ইনটেনডেন্ট নামে পরিচিতি লাভ করে। চতুর্থ হেনরি প্রথম এই ধরনের কর্মচারিপদ তৈরি করেন। ১৬২০ খ্রিস্টাব্দে ত্রয়োদশ লুই এদের নাম দেন ‘ইনটেনডেন্ট’। এরা সম্রাটের হয়ে প্রদেশের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা দেখাশোনা করতেন। এদের কার্যকলাপ সামন্তদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। অষ্টাদশ শতাব্দীতে এরা অর্থলোভী ও অত্যাচারী হয়ে উঠলে জনগণ এদের ‘রক্তলোলুপ নেকড়ে’ বলে অভিহিত করেন।

Share Post :

Leave a Comment