StudyMamu

আলোকিত দর্শন বা জ্ঞানদীপ্তির মর্মবানী কী

May 19, 2022

আলোকিত দর্শন বা জ্ঞানদীপ্তির মর্মবানী কী?

> জ্ঞানদীপ্তি নামক মতাদর্শের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। সাধারণভাবে, জ্ঞানদীপ্তি ছিল এমন একটি ভাবাদর্শ যার প্রধান অনুপ্রেরণা ছিল যুক্তিবাদ, কখনোই বিশ্বাস বা অন্ধবিশ্বাস নয়। যুক্তিবাদী মানুষের সমাজকে প্রয়োজনে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করা এবং মানুষকে প্রচলিত রীতিনীতি তথা স্বেচ্ছাচারী কর্তৃত্বের দুঃসহনীয় বন্ধন থেকে চিরতরে মুক্তি দেওয়ার ব্রতে উত্তরণের যে আকাঙ্খা এক নতুন বিশ্বসৃষ্টির রূপরেখা তৈরি করেছিল জ্ঞানদীপ্তি তাতে ইন্ধন জুগিয়েছিল। ধর্ম ও ঐতিহ্যের স্থলাভিষিক্ত হয়েছিল বিজ্ঞান।

Share Post :

Leave a Comment