StudyMamu

Site is under construction some pages not work properly. Please bear with us.

ফ্রিৎস হেবার কে ছিলেন

 ফ্রিৎস হেবার কে ছিলেন । 



 তিনি একজন জার্মান কেমিস্ট। এই মহান মানুষটি একইসাথে ছিলেন একজন মার্ডারার। তিনিই কেমিক্যাল ওয়্যারফেয়ারের জনক। তার যুগান্তকারী আবিষ্কার হলো অ্যামোনিয়া সিনথেসিজ এর জন্য হেবার-বস পদ্ধতি আবিষ্কার করা। ধারণা করা হয় তার এই আবিষ্কার পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষের মুখে অন্ন জুগিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। তার এই মহান অবদানের জন্য তাকে ১৯১৮ সালে নোবেল পুরষ্কার ও দেয়া হয়।



  তার আবিষ্কৃত কেমিক্যাল ওয়েপনের দ্বারা প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারায় দশলক্ষাধিক সামরিক ও বেসামরিক মানুষ। পরিহাসের বিষয় হলো হেবার-বস পদ্ধতি আবিষ্কারের জন্য তিনি ১৯১৮ সালে নোবেল পুরষ্কার পান, যে বছর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল।


 হেবারের প্রিয়তমা স্ত্রী তার এসব কর্মকাণ্ড সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ফ্রিটজ হেবার আমাদের শিখিয়ে গেছে মানুষ কিভাবে চাইলে ইতিহাসের মহান নায়ক হতে পারে আবার জঘন্য হত্যাকারি ও হতে পারে।



Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *