StudyMamu

কুতুব মিনারের বৈশিষ্ট্য।

March 17, 2022

 

কুতুব মিনারের বৈশিষ্ট্য।

বিখ্যাত কুতুবমিনারের নির্মাণ শুরু হয় কুতুবউদ্দিনের আমলে, শেষ হয় ইলতুৎমিসের আমলে। তখন এর উচ্চতা ছিল ২২৫ ফুট। ফিরোজ তুঘলক এর সঙ্গে আরো ১৫ ফুট যুক্ত করেন। এটি সম্পূর্ণ ইসলামীয় স্থাপত্যরীতিতে নির্মিত। সুফীসন্ত খাজা কুতুবউদ্দিন কাকীর নামে এই স্থাপত্য সৌধটি উৎসর্গ করা হয়।

কুতুব মিনারের বৈশিষ্ট্য: 

1) কুতুবমিনারের বাইরের দিকটি পাথর দ্বারা আচ্ছাদিত।পাথরের অধিকাংশ পরিমানে পূর্বেকার কাঠামোগুলিকে ধ্বংস করে আহৃত হয়। 

2) দ্বাদশ শতাব্দীর নির্মিত পারস্যের বোস্তান মিনারের অনুকরণে এটি নির্মিত হয়। এই চারতলা বিশিষ্ট মিনারে ঝুলন্ত কার্নিশ দেখা যায়।

3) লাল বেলেপাথরে নিৰ্মিত এই মিনারটির উচ্চতা ৭২.৫ মিটার (২৩৮ ফুট)। মিনারটির পাদদেশের ব্যাস ১৪.৩২ মিটার (৪৭ ফুট) এবং শীৰ্ষঅংশের ব্যাস ২.৭৫ মিটার (৯ ফুট)।

4) মিনার প্ৰাঙ্গনে আলাই দরজা (১৩১১), আলাই মিনার , কুব্বত-উল-ইসলাম মসজিদ (ভারতের প্ৰাচীনতম মসজিদসমূহের অন্যতম) ইলতোতমিসের সমাধি এবং একটি লৌহস্তম্ভ আছে।

5) প্ৰাঙ্গন কেন্দ্ৰস্থল ৭.০২ মিটার (২৩ ফুট) উচ্চতাবিশিষ্ট যেখানে চকচকীয়া লৌহস্তম্ভ আছে, যেখানে আজপৰ্যন্ত একটুও মরচে ধরেনি।

6) আফগানিস্তানের জাম মিনার এর অনুকরণে এটি নির্মিত হয়। পাঁচ তলা বিশিষ্ট মিনারের প্রতিটি তলায় রয়েছে ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা।

7) কুতুব মিনার বিভিন্ন নলাকার শ্যাফট দিয়ে গঠিত যা বারান্দা দ্বারা পৃথকীকৃত। মিনার লাল বেলেপাথর দিয়ে তৈরী যার আচ্ছাদন এর উপরে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা। ভূমিকম্প এবং বজ্রপাত এর দরুন মিনার এর কিছু ক্ষতি হয় কিন্তু সেটি পুণরায় শাসকদের দ্বারা ঠিক করা হয়। 

8) 72.5 মিটার উচ্চতা ও 379-টি সিঁড়ি সমন্বিত, এটি ভারতের সর্বোচ্চ প্রস্তর নির্মিত টাওয়্যার বা স্তম্ভ। এছাড়াও এটি দিল্লীর এক অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক। মিনারের প্রাচীর গাত্র নানা প্রকারের অলঙ্করণ দ্বারা শোভিত।

9) কুতুব মিনার ভবনের মধ্যে একটি লৌহ স্তম্ভ রয়েছে। ব্রাহ্মী লিপিতে একটি শিলালিপির স্বীকারোক্তি রয়েছে। শিলালিপিটিতে ব্যাখায়িত রয়েছে যে, এই স্তম্ভটি চন্দ্র নামে একজন মহা শক্তিধর রাজার স্মরণার্থে কৃষ্ণপদ পাহাড়ের উপর একটি বিষ্ণুধ্বজা হিসাবে নির্মিত হয়েছিল।

10) ইসলামিক স্থাপত্য এবং শিল্পকৌশলের এক অনবদ্য প্ৰতিফলন হিসাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার এই ঐতিহ্যবাহী স্থানের মৰ্যাদা লাভ করে।

Share Post :

Leave a Comment